পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম তাঙ্ক । Xbo® শুভ। স্বপ্নময়ি !— স্বপ্ন। না, আমি তোকে পূজা কবি নি—আমার সে দেবতা কোথায়?—আমার সে প্রভু কোথায় ? না, তুই আমার যে দেবতা নোস্ ? তুই তো পিশাচেরও জন্ম (উপবে দৃষ্ট কবিয়া) আমার দেবতা, কোথায় তুমি ? আমি যে তোমার উপর আমার সমস্ত জগৎ নিৰ্ম্মাণ করেছিলেন আমার চন্দ্র স্বৰ্য্য, আমার গ্রহ নক্ষত্র যে তোমাতেই ছিল, আমার আশা ভরসা, আমার সুখ দুঃখ যে তোমাতেই ছিল! আমার ,প্রভু, দেবতা, আমার হৃদয শূন্য করে ভূমি কোথায় পালালে ? ভামি কি নিয়ে এখন বেঁচে থাকব ? কি বলুচ পিতা, মার্জনা নাই ? পিতা, মার্জন কর, আনার দেবতাকে আমি কি ক'রে বধ কবি ?--কে দেবতা ? কে দেবতা ? আমার সে দেবতা কোথায় ?--তামার দেবতা নাই –(ক্ৰন্দন ) শুভ। (স্বগত) আমা হতে জননীব কোন কাজ হল না, আমার জীবনের সঙ্কল্প বিফল হল-জা চলে আমার শক যে দাড়াল, অবশেষে, মনে মনে ধার চৰণে ভাণব হৃদয় উৎসর্গ কবে ছিলেম, সে স্বপ্নময়ীক ক’হে ও আমি এখন স্ত্ৰণত-এ অপদার্থ জীবনে আর কি ফল ? (স্বপ্নময়ীর নিকট নতজানু হইয; প্রকাশ্যে ) স্বঃময়ি, জামার হৃদয়ের দেবতা, সত্যই আমার মার্কমা নাই, আমার জন্তই ভূমি পিতৃহীন হয়েছ, আমার জন্তই এই সুন্দর প্রাসাদ ভমদাং হল, এ পাষণ্ড দৈত্যেব প্রায়শ্চিত্ত আর কিসে হবে ? আমি এই জঘন্য প্ৰাণকে এখনি তোমার পদতলে বিসর্জন করচি— 38