পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ স্বপ্নময়ী নাটক । হাজার কি—ত্রিশ হাজার টাকার কম নয়।—তবে এটা খুব সস্তার পেলুম বলে কিন্‌লুম।—এই তলোয়ারে আমি ৫০০, লোক এক রোধে কেটেছি! t o স্বর। সেও বোধ হয় পরোপকারের জন্ত ? রহিম । পরোপকারের জন্ত বৈ কি—একজন লোকের বাড়িত্তে৫০০, ডাকাৎ পড়েছিল—আমি একলা ৫০০, লোককে টুকরো টুকরো ক'রে কেটে সেই ভদ্রলোকের উপকার করি। • স্বর। (স্বগত) যেখানে মুসলমান থাকে সেখানকার বাতাসও যেন আমার বিযভূল্য বোধ হয়। (প্রকাশ্যে) ও ! ধী সাহেবের কি সাহস ! রহিম। আমাকে তোমাদের সেনাপতি কর না—দেখবে আওরং, জীবকে সপ্তাহের মধ্যে সিংহাসনচ্যুত করব। "কেয়া বড়ি বাং হায়" (গুম্ফ মোচড়ায়ন ) স্বর। জাগে খ সাহেব এই লুঠের কাজটা তো উদ্ধার হোক তার পর— ' রহিম। আচ্ছ। আর একদিন এসে তবে তা স্থির করব। আজ চল্লেম, বনেগি! ७उ । } বনোগি । স্বর। সূরজ। রাম বাছলেম! রহিম। বেশ এদের বুৰিয়ে দিয়েছি—হিলুদের বোম্বাদে