পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক । ➢ዓ কেবলাৎ কৰ্ম্মণে জ্ঞানান্নহি মোক্ষোহভিজায়তে কিন্তু তুভ্যাং ভবেম্বোক্ষ সাধনস্তৃভয়ং বিহু। হে সুতীক্ষ! যেরূপ পক্ষিগণ উভয় পক্ষ দ্বারা আকাশ-পথে বিচরণ করে সেইরূপ জীবগণ জ্ঞান ও কৰ্ম্ম এই উভয়কে অবলম্বন ক'রে ক্রমে ভগবানের পরম পদ লাভ করতে সমর্থ হয়, অতএব—

  • মন্ত্রীর প্রবেশ ।

মন্ত্রী। মহারাজ ! সমূহ বিপদ উপস্থিত । রাজা। স—মু—হ–বিপদ–আচ্ছ বেশ-কি কথা বলছিলেম ? হ্যা—অতএব—অতএব কেবল মাত্র জ্ঞান সাধন কিম্বা— মন্ত্রী। মহারাজ রাজ্যে বিদ্রোহ উপস্থিত। রাজা। আঃ থামনা মন্ত্রি, বিদ্রোহ পরে হ'বে—কেবল মাত্র জ্ঞান সাধন কিম্বা কৰ্ম্ম সাধন— মন্ত্রী। মহারাজ বিদ্রোহ হ’বে কি—হয়েছে— রাজা। কেবল মাত্র জ্ঞান সাধন কিম্বা কৰ্ম্ম সাধন দ্বারা বিদ্রোহ, ও বিষ্ণু—মুক্তি—হয় না—জ্ঞান ও কৰ্ম্ম উভয়ই মুক্তির সাধন–কিন্তু যাই হোক গোড়ায় যে কথা উত্থাপিত হয়েছিল তার এতে মীমাংসা হ'ল না—সেটা হচ্চে এই—(চিন্তা )— মন্ত্রী। এই পণ্ডিতগুল মিলে মহারাজের বিষয়-বুদ্ধি একেবারে নষ্ট করে দিয়েছে—রাতদিনই শাস্ত্রালোচনা—এদিকে যে রাজ্য w)