পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪ স্বপ্নময়ী নাটক। স্ব-কতক ওকে দিয়ে দেও না হে। ৫। আরে তোমরা অত সোর কচ্চ ক্যান্‌ ? বাবার প্রমূৰ্ত্তি খান श् ल७ शब्रि नज़न उल्लि नारु मा, गभद्रौप्त ऋ* বাবা-(সকলে চুপ করিয়া ষোড়হস্তে নিরীক্ষণ) আহ আহ ! শুভ। আঃ কি যন্ত্রণা—কত দেশ দেশান্তর হতে কত কষ্ট করে এই সকল নিরীহ বিশ্বস্ত গ্রাম্য লোকের এসেছে—আমি কি না স্বচ্ছনে এদের প্রতারণা কচ্চি, আমার চেয়ে নরাধম আর কে আছে? আর সহ হয় ন-আমি ওদের প্রকাশ করে বলি–কিন্তু না, না, না-মাতঃ জন্মভূমি, আমি যা যথার্থ ছিলেম, তা তোমার কাছে আমি বলিদান দিয়েছি, আমি এখন আর সে শুভসিংহ নই, আমি আর এক জন। মা তোমার শত কোট সস্তানের মধ্যে আমি কে ? আমি আপনার অবমাননা ক'রে তোমাকে অবমাননার হাত হ’ভে যদি মুক্ত করতে পারি, আমি আপনাকে হীন ক’রে তোমাকে যদি হীনতা হতে উদ্ধার করতে পারি, তবে আমি কেন তা না করব ? কিন্তু সেই ললনা, সেই আলুলায়িতকেশী উষার স্তায় শুভ্ৰবসন পবিত্ৰমূৰ্ত্তি ললনা তাকেও ছলনা ? কি! ছলনা -ছলনা আবার কিসের –আমি কি দেবতা নই ? অামাতে কি দেবতার অংশ নেই ?—কে না দেবতা ? এ যদি প্রতারণা হয়, সে প্রতারণা দেবতার-সোহহং ব্রহ্ম—সোহহং ব্ৰহ্ম—আমি কি দেবতা নই ? (শুভসিংহের প্রস্থান।)