এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
8e. স্বপ্নময়ী নাটক । বিজন বনে, মালতী বালা, আছিস কেন ফুটয়া ? শোনাতে তোরে মনের ব্যথা শুনিতে তোর মনের কথা পাগল হয়ে মধুপ কন্তু আসে না হেথা ছুটিয়া । মলয় ভব প্রণয় আশে ভ্ৰমে না হেথা আকুল খামে পায় না চাদ দেখিতে তোর সরমে মাখা মুখানি ! শিয়রে তোর বসিয়া থাকি মধুর স্বরে বনের পাখী লভিয়া ভোর সুরভি শ্বাস যায় না তোরে বাখানি! (নেপথ্য হইতে স্বপ্নময়ীর কল্পনায় প্রত্যুত্তর শ্রবণ। ) গৌড় সারং—কাওয়ালি । হৃদয় মোর কোমল অতি সহিতে নারে রবির জ্যোতি লাগিলে আলো সরমে ভয়ে মরিয়া যায় মরমে,