পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্ষ স্বপ্নময়ী নাটক । পারি কি বসিতে কাছে ? না না ভয় করে ! উারে শুধু মালা দেব করিব প্রণানানা না,কাছেতে তার বসিব কেমনে ? কেন বা না যাব কাছে, কেন না বসিব । যখন কুসুম গুলি দিই তারে আমি, এমনি কোমল ভাবে চান মুখ পানে, তখন দেবতা ব'লে মনে হয় না ত! কোমল মমতাময় সে অাখি দেখিয়, মনে হয়, কাছে যেন বসিতেও পারি ! মাঝে মাঝে ভুলে যাই দেবতা যে তিনি— সাধ যায় দুই দণ্ড বসে কথা কই-- হয়ত মানুষ তিনি—নহেন দেবতা ! নহিলে কেন বা মোর হেন সাধ যায় ? মানুষ বটেন তিনি স্বর্গের মানুষ,— দেখিনি মানুষ হেন দেবতার মত, ' জানিনে দেবতা হেন মানুষের মত । ললাটে বিকাশে তার স্বরগের জ্যোতি, নয়নে নিবসে তার মর্ত্যের মমতা। ষাই স্তবে—কোথা তিনি আছেন না জানি । (স্বপ্নময়ীর প্রস্থান।) summo