পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক । 8సి স্বপ্ন। পিতা—আমি দেলুকোষা বনে বেড়াতে যাই—সে খানে একলাট বেড়াতে মামার বড় ভাল লাগে—সে এমন ভাল কি বলব—এক দিন সেখানে তোমাকে নিয়ে যাব—তুমিও একবার গেলে আর সেখান থেকে আস্তে চাবে না—যাবে পিতা এখন যাবে ?— রাজা । না মা এখন না-আচ্ছ এক দিন (মন্ত্রীর দিকে চাহিয়া ) কিন্তু কিন্তু না—স্বপ্নময়ি—একলা যাওয়াটা বড়—বড়—ভাল নয়—বুঝেছ –( স্বপ্নময়ীকে একটু বিমর্ষ দেখিয়া) –আমি তা বলচি নে—আমি তা বল চিনে—আসলে যে কিছু দোষ আছে তা নয়—তবে সামাজিক প্রথা—বুঝেছ ?—আচ্ছ। এখন যাও মা— বুবেছ ? (স্বপ্নময়ীর প্রস্থানোদ্যম। ) আনন্দ। দেখ মা, আমাদের শাস্ত্রে আছে—“বাল্যে পিতুৰ্বশে তিষ্ঠেৎ পাণিগ্ৰাহস্য যৌবনে । পুত্রাণাং ভর্তার প্রেতে ন ভজেৎ স্ত্রী স্বতন্ত্রতাং " মন্ত্রী। রাজকুমারি—আমি এ সরকারের পুরাতন ভূতা—আমিও তোমাকে কন্যার মত দেখি-কিন্তু এ বড় লজ্জার কথা—এত বড় মেয়ে হয়ে— স্বপ্ন। আমি পিতার কথা শুনতে এসে ছিলেম, আর কারও নয়।