পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(to স্বপ্নময়ী নাটক । (কোন দিকে দৃকপাৎ না করিয়া ধীর পদক্ষেপে সদৰ্পে প্রস্থানেদ্যম ও জগৎরায়ের প্রবেশ।) o জগৎ। শোন বলি স্বপ্ন ( যাইতে যাইতে স্বপ্নময়ীর পুনৰ্ব্বার দণ্ডায়মান ) তুমি আপনার ইচ্ছায় যেখানে সেখানে চলে যাবেকারও কথা গ্রাহ্য করবে না ? দেখ দিখি তোমার জন্য আমাদের কি লজ্জা পেতে হচ্চে—চারি দিকে নিন্দে রটেছে—শত্রুরা আমাদের উপহাস কচ্চে—আমাদের পূর্ব পুরুষের নাম কলঙ্কিত হচ্চে— স্ত্রীলোকে অন্তঃপুরের বাহিরে যায়—এ কোন শাস্ত্রে লেখে ? আমাদের বাড়িতে যা কখন হয় নি—তুই তা করলি—তোর জন্যে— (স্বপ্নময়ীর সজল নয়ন ) রাজা। থামো থামো জগৎ—হয়েছে হয়েছে—অত বেশি না।— জগৎ । মহারাজ আমি কি এমন বেশি কথা বলিছি ?—আমি যা বলচি তা কি ঠিক নয় ? রাজা । আচ্ছা, আচ্ছা হয়েছে—ক্ষণস্ত হও —( স্বপ্নময়ী স্বীয় অঞ্চল দিয়া অশ্রু মোচন ) ক্ষান্ত হও। যাও মা-তুমি যাও—দেখ নিকি ছেলে মানুষকে মিছিমিছি—মন্ত্রি আমি ওকে বেশ বুঝিয়ে বলেছি—দেখো—আর কোন রকম অনিয়ম হবে না।--মন্ত্রি আর তো তোমার কোন ভাবনার কারণ নেই—এখন আর আমি কোন ওজর শুনতে চাইনে—এখনি টাকাটা দেওগে—দিতেই হবে—যে রকম করেই হোকৃ—যান তত্ববাগীশ মহাশয়, মন্ত্রীর সঙ্গে যান—