পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক । , ○N) রহিম । মন্ত্ৰী!—(ঈষৎ হাসিয়া ) আমি তার কি না জানি— জগৎ । কেন কেন ?—মন্ত্রী কি খারাপ লোক নাকি ? রহিম। ওর বংশের আদি কে জানেন ?—ওর প্রেপিতামহ বনোয়াবিলাল ছাত্ব বিক্রি করভো-ল কিছু টাকা করে যায়— সেই টাকা নিয়ে ভার ছেলে বংশীলাল ঘিয়ের একটা দোকান খোলে—সে ঘিয়েতে অনেক রকম ভেল মিশিয়ে স্থনো দামে বিক্ৰী ক'রে বেশ টাকা করে যায়—সেই টাকায়—তার ছেলে ছুমুলাল জহরতের কারবার খোলে—সে মহারাজের কাছে জহরৎ বিক্রী করতে আস্ভ-একবার একটা পোকৃরাজের আংটি হীরের আংটি বলে বিক্রী করে— জগৎ । ও সব কথা আমি শুনতে চাইনে—বিদ্রোহটা সত্যি হবে কি না বল না—নিশ্চয়ই হবে—না হলে মন্ত্রী কেন ওকথা বল্লে ? রহিম । কেন বল্লে ?—নিজের মতলব হাসিল—তার বংশের সমস্ত ইতিহাস টা যদি শোনেন তা হলে আর আমাকে কিছু জিজ্ঞাসা করতে হয় না। জগৎ । নানা—আমি ও-সব ইতিহাস শুনতে চাইনে।—তবে বিদ্রোহটা কি হবে না ? রহিম । না তার কোন সস্তাবনা নেই। (কুমারের মস্তকে একটা পালক ছিল তাহা তুলিয়া দেওন) জগৎ । কি রহিম ?— রহিম। একটা পালক।