পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় তাঙ্ক । 6 & মত দেখায়—আর চারি দিকে খুবমুরং হুরিরা এসে নৃত্য করে। শুভানু আল্লা—কেয়ু কহেনা! জগৎ। কি! বেহেস্তের মত দেখায়—বেহেস্ত কি রহিম ?— রহিম । আমাদের ভাষায় স্বৰ্গকে বেহেস্ত বলে ! জগৎ । স্বর্গের মত দেখায় ?—সে কি !—কি সে জিনিস?— আমাকে এনে দাওনা –সে কি খেতে হয় ?—তোমার কাছে কি আছে ? রহিম। সে প্লান করতে হয়— জগৎ । মদ না তো ?—দেখে রহিম—মদ খাওয়া আমাদের ধৰ্ম্মে নিষেধ । রহিম –মদ কি কুমার ?—মদ তো ছোট লোকেরা খায়-এ হচ্চে সরাবে-সিরাজ—আমাদের দেশের বড় লোকেরাই পান করে থাকে। রহিম । আসুন এইখানে বসা যাকৃ। (উভয়ের উপবেশন। জেব হইতে একটি সিসি বাহির করিয়া ) একটুখানি পান করুন দিকি,— জগৎ । কিছু তো খারাপ হবে না ? রহিম। তার জন্যে আমি দায়ী । জগৎ । (একটু খানি পান করিয়া) উঃ রহিম—এযে আগুন—