Qや স্বপ্নময়ী নাটক । রহিম । এখন আগুন, সবুর করুন ক্রমে গুণ হয়ে দাড়াবে— আর একটু খান—আর একটু—আর একটু— জগৎ । (ক্রমশ নেশার উদ্রেক )—অ৷ ! འཨ་། —চমৎকার— জিনিস্—রহিম—তুমি এমন জিনিস কোথায় পেলে ?—রহিম তুমিই আমার যথার্থ বন্ধু। রহিম। কুমার, আপনি আপনার অভাব যত না বুঝতে পারেন তার চেয়ে আমি আপনার অভাব বেশি বুঝতে পারি–আমি বুঝিছিকু ষে শীকার কুস্তিতে আপনার অরুচি ধরেছে—আর একটা কিছু চাই—আমি তা বুঝে আগু থাকতে এই শিশিটি আমার সঙ্গে করে এনেছিলুম।— জগৎ । (কিঞ্চিৎ তরল ভাবে) রহিম—তোমার চমৎকার বুদ্ধি, আমার অভাব তুমি কি করে বুঝলে ? বা চমৎকার –চমৎকার! রহিম এইবার সত্যি স্বর্গ দেখছি—সব ঘুরচে—সব ঘুচে— কৈ রহিম ভূমি বলেছিলে স্বর্গে হরি নৃত্য করবেন—কৈ এখনও তো দর্শন পেলেম না ? রহিম । কুমার হরি না আমি বলেছিলেম হুরি-আমাদের ভাষায় অপৃদরীকে হুরি বলে, আসুন আমার সঙ্গে হুরিও আপনাকে দেখিয়ে আন্চি আসুন । জগৎ । না না অপ্সরা আমি চাই নে, আমার সুমতিই আমার হুরি—আমার বেহেস্ত—আমার স্বৰ্গ— (জগতের টলিতে টলিতে প্রস্থান )
পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৬৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
