পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক । ○> তত্ব। মন্ত্রী মহাশয় আপনি তাকে জানেন, তার কথা আপনার কাছে এক দিন বলেছিলেম—আমাদের ফতেলাল । মন্ত্রী। ও । ফতেলাল ? হুঁ শাস্ত্রে তার খুব দখল আছে বটে কিন্তু— & রাজা। তুমিও বলুচ মন্ত্রি শাস্ত্রে তার খুব বুৎপত্তি আছে ? তবে আর কথাই নেই—শীঘ্ৰ দিনটা দেখে ফেলে। মন্ত্রী। কিন্তু মহারাজ যেমন তার গুণ তেমনি যদি রূপ থাকৃতে৷ তা হলে কোন ভাবনা ছিল না। রাজা। রূপ আবার কি ? রূপ নিয়ে কি হবে?—ন্ধপ তো নশ্বর বস্তু—শাস্ত্রে আছে—“বিদ্যা নাম নরস্য রূপমধিকং”—আচ্ছ। তার বাহ আকারের একটু বর্ণনা কর দিকি— মন্ত্রী। মহারাজ-আর যাই হোক, তার দাত বড় উচু— রাজা। দাত উচু —সে তো বুদ্ধিমানেরই লক্ষ। শাস্ত্রে আছে কদাচিৎ দস্তুরো মুখঃ– মন্ত্রী। আর মাথায় এর মধ্যেই টাকু পড়েছে। রাজ। টাক আছে ?–টাক আছে ?—বল কি মন্ত্রি !— তা হলে তো আরও ভাল-টার্ক আবার বিজ্ঞতার লক্ষণ-এ বড় ভাল হয়েছে—ঠিক হয়েছে—আমার মনের মত পাত্রটি হয়েছে— যে পাণ্ডিত্যের কথা শুনলুম—তার বাহ লক্ষণও তদনুরূপ—তাকে আর দেখতেও হবে না, একেবারে বিবাহের দিনে তাকে নিয়ে এসো। তত্ত্ববাগীশ মহাশয় দিন স্থির হল ?