পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক। 一釜ー・@*一3ー প্রথম গর্ভাঙ্ক । --ooo অরণ্য । স্বপ্নময়ীর প্রবেশ। স্বপ্নময়ী। (স্বগত) যাই তবে যাই, তারে মালা দিয়ে আসি । সত্য কি দেবতা তিনি ? লোকে তাই বলে! দেবতার রুদ্র ভাব দেখিনি ত তার, তা হলে যে কাছে যেতে মরিতাম ভয়ে ! তবে কি মানুষ তিনি ? আহা যদি হন ! যদি হন, যদি হন, তা হলে--তা হলে ! কিন্তু সকলেই তারে বলে যে দেবতা। আহা কে করিবে মোর সংশয় মোচন ! তুই লো গোলাপ সখি, তুই কি জানিস্ ? দেখত কাহারে বলে পারিস বলিতে ? ( নেপথ্যে কম্পনায় গান শ্রবণ। ) সিন্ধু ঝির্কিট। হাসি কেন নাই ও নয়নে! ভ্ৰমিতেছ মলিন আননে!