পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छूजैौग्न अझ । ৬৭ দেখ সখি আঁখি তুলি ফুল গুলি ফুটেছে কাননে। তোমারে মলিন দেখি, ফুলের কাদিছে সখি স্বধাইছে বনলতা, কত কথা আকুল বচনে। এস সখি এস হেথা, একটি কহগো কথা বল সখি কার লাগি, পাইয়াছ মনব্যথা, বল সখি মনতোর আছে ভোর কাহার স্বপনে ? স্বপ্নময়ী। (গনি । ) বিবিট । ক্ষমা কর মোরে সখি সুধায়ে না আর মরমে লুকানো থাকৃ মরমের ভার। যে গোপন কথা সখি সতত লুকায়ে রাখি, দেবতা-কাহিনী সম পূজি অনিবার। সে কথা কাহারো কানে, ঢালিতে যে লাগে প্রাণে, লুকান থাকৃত সখি হৃদয়ে আমার। পূজা করি,—মুধায়োনা পূজা করি কারে, সে নাম কেমনে বল প্রকাশি’ তোমারে। আমি তুচ্ছ হতে তুচ্ছ, সে নাম যে অতি উচ্চ, সে নাম যে নহে গোগ্য এই রসনার।