পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক । ৭৩ কে তোরে আইলে রাত্রি বুকে ভুলে নিয়ে নিদ্রারে আনেন ডাকি গেয়ে বিল্লি গান ? জোছনার শুভ্র হস্ত দেহে বুলাইয়া অনিমেশ তারকার স্নেহ নেত্ৰ মেলি ঘুমন্ত মুখের পানে রহেন তাকায়ে ?. এমন পার্থীর গান, উষার আলোক, এমন উজ্জ্বল তারা, বিমল জোছনা, কোথায় কোথায় আছে বিশাল ধরায় ? কে তোর পিতার পিতা, মাতার জননী ? কোথা হতে পিতা তব পেয়েছেন জ্ঞান ? কোথা হতে মাতা তব পেয়েছেন স্নেহ ? কে তিনি তোমার মাত জান স্বপ্নময়ি ? স্বপ্নময়ী। না প্ৰভু জানি নে। শুভ । তিনি ভোর জন্মভূমি। স্বপ্ন। আমাদের জন্মভূমি ? তিনিই জননী । শুভ। স্থা তব জননী সেই ভোর জন্মভূমি। সেই মাতা, স্নেহময়ী জননী তোদের দেখ দেখু আজি তার একি হ্রদশ, বাম হস্তে ছিল র্যার কমলার বাস দক্ষিণ কমল করে দেবী বীণাপাণি সেই দুই হস্তে আজি পড়েছে শৃঙ্খল। ১০