পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१५’ः। স্বপ্নময়ী নাটক । সমস্ত ভারতবাসী হইবে সন্তান । তবে আয় এই বেলা, বিলম্ব কিসের, জননীরে ত্যজিসনে বিপদের দিনে। তোর মুখে দেখিতেছি উষার কিরণ নিশীথেরে না বিনাশি যাস্নে চলিয়া। স্বপ্নময়ি তৈার পিতা শত্রু ভারতের— স্বপ্ন। আবার বলিছ প্রভু শত্রু মোর পিতা ? শুভ। হো দেখি পিতা তোর এই ব্ৰতে ব্ৰজ দিন দেখি ধন রত্ন স্বদেশের তরে, রণভূমে দিন দেখি অকাতরে প্রাণ তবে তো জানিব মিত্র দেশের, নতুবা স্বপ্নময়ি তোর পিতা শত্রু ভারতের, স্বপ্নময়ি তোর পিতা শত্রু দেবতার, স্বপ্নময়ি তোর পিতা স্বয়ং শত্রু তোর। (অন্তৰ্ধান।) স্বপ্ন। (স্বগত) একি হল! একি হল ! কোথায় ?—সকলি কি স্বপ্ন -পিতা আমার শক –দেবতার মন্দির সকল যারাচুর্ণ কচ্চে, প্রকাশ্য স্থানে, গোহত কচ্চে-মায়ের এত অপমান কচ্চে-সেই মোগলদের সঙ্গে পিতার বন্ধুত্ব —একি কখন হতে পারে?—তিনি কি দেশের জন্য, তিনি কি মায়ের জন্ত র্তার ধন রত্ন সৰ্ব্বস্ব দিতে