পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Եսe. স্বপ্নময়ী নাটক । তার কোন ভয় নেই—একবার স্ত্রী থেকে জগতের মনটা একটু ছিনিয়ে আনতে পারলে আর ভাবনা কি—তখন আমার ইচ্ছে মত তাকে হাবুডুবু খাওয়াতে, পারব। আর জগৎকে যদি এই রকম ক'রে ভুলিয়ে ভালিয়ে রাখতে পারি—তা হলে নিশ্চয়ই আমাদের কাৰ্য উদ্ধার হবে। এই যে জেহেনার পায়ের শব্দ শুনতে পাচ্চি এই ব্যালা (তাড়াতাড়ি পালঙ্কে শয়ন ও অমুখের ভাণ। ) আ!—উঃ!-বাবা!—গেলুম!— ( জেহেনীর প্রবেশ । ) জেহেনা । (স্বগত) जर्मन ज्न करछ कन ? ও বুঝেছি – জামাকে দেখলেই রোগে ধরে—বুড় বয়সে কত সাধই যায়— ( প্রকাশ্যে) ও মা ! কি হয়েছে ?—কি হয়েছে ? ( রহিমের মস্তকের নিকট উপবেশন ) আমন কচ্চ কেন রহিম ? রহিম। (অতি কাতর ও মৃত্যুস্বরে ) এসেছ ?— জেহেন। আমি তোমাকে দেখবার জন্যে দৌড়ে এসেছি— কি হয়েছে রহিম ? অসুখ কচ্চে ? রহিম। (অতি মৃত্ন স্বরে) মাথা ধরেছে, চোক চাইতে পাচ্চি .নে : - জেহেন। জাহা হা, মাথা ধরেছে । আমার কেন ধরল না?