পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক । b-Y জাহা এই টিপে দিচ্চি (মাথা টিপিতে টিপিতে)-আমি কত মনে করতে করতে আসূচি তোমার হাসি মুখ দেখব, না শেষে কি ন৷ এই–(ক্ৰন্দন ) রহিম । উঃ—আঃ—বাবারে-বাবারে—গেলুম !-- জেহেন। রহিম—আমার বুক ফেটে গেল—আর পারিনেএখনি একজন হাকিমকে ডেকে আনি । রহিম । হাকিম ? না জেহেন—অনেকটা ভাল হয়ে এসেছে— আমি উঠে বস্তুচি। জেহেন। না তুমি শোও, আমি হাফিমকে এখনি ডেকে আনি, আমার বড় ভাবনা হয়েছে। রহিম। না জেহেন—তোমার হাতের কোমল স্পর্শে আমার সব সেরে গেছে, আর কিছু নেই। এস এখন একটু গল্প করি। জেহেন। হঁ। রহিম একটু গল্প কর—তোমার গল্প শুনতে আমার বড় ভাল লাগে—দেখ আমি অনেক লোকের গল্প শুনেছি কিন্তু (লজ্জার ভাণ) না না কিছু নয় —ন না আমি তা বলুচিনে—তা বলুচিনে। রহিম। না না বল না জেহেন—বল না, আমার মাথা १i७ ।। জেহেন । না না না অামার লজ্জা করে— রহিম। লজ্জা কি—আমার কাছে লক্ষ কি ? জেহেনা। এই বল—ছি—লু- ম—অনেকের গল্প শুনেছি কিন্তু >>