পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*२ স্বপ্নময়ী নাটক। এমন মিষ্টি—রসিকতা—(লজ্জার হাসি হাসিয়া) নানা নানা বলব না-(মুখে অঞ্চল প্রদান ) রহিম। আমার গল্প শুনতে ভাল লাগে, এই বলচ?-ভূমি আমার গেজেল—তুমি আমার জানি (আদর করত) দেখ জেহেন—এবার চালের দরটা খুব কমে গেছে। কমবে না কেন? দশ হাজার মন এখানে মজুদ ছিল। জেহেন। দশ হাজার মন ? এত ? রহিম। তার মধ্যে বাকুড়ে থেকে পাচ হাজার মন আমদানি হয়—আর বীরভূম থেকে পাচ হাজার মন । এই দশ হাজারের মধ্যে সরু চাল ছিল তিন হাজার আর মোট চাল ছিল সাত হাজার মন—এই যে তিন হাজার মন সরু চাল ছিল আমি মনে করেছিলুম কিছু ধরে রাখি—আর খুব সস্তায় পাচ্ছিলুম নাকি— জেহেন। (স্বগত) এ অসহ ! (প্রকাশ্যে ) ত কিন্‌লে না কেন ? রহিম । গদাধর পাল আমাকে অনেক অনুরোধ কৱলে— বলে—কেনো নু ধী সাহেব—এমন সস্তা আর হবে না। আমি মনে করল্লেম খাঁ সাহেব ধাপ্পা বাজিতে ভোলেন না। আমি আর বুঝিনে তোমার মৎলব?—তার আগেই আমি খবর পেয়েছিলুম যে তার চালের বস্ত জলে ডুবেছিল, সেই চাল আমাকে গতাবার চেষ্ট। তা আমি ভাবলুম বেচার কষ্টে পড়েছে—ওর উপকারের জন্যে ময় কিছু নি–কিন্তু সে ভয়ানক চড়া দাম বলতে লাগল-আমি