পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক। .४१ স্বপ্ন। পিতা—জননীর দুঃখ গান। রাজা। তোর জননীর গুণ গান ?--আহা! এখনও তাকে ভুলিস্ নি? বাস্তবিক তোর জননীর গুণ এক মুখে ব্যক্ত করা যায় না— হা ! (দীর্ঘ নিঃশ্বাস ) স্বপ্ন। পিতা—আমি মার কথা বলুচি নে-ইনি আমারও জননী, তোমারও জননী, আমার মায়েরও জননী। রাজা। সকলের জননী ?—ও ! জগৎজননী দেবী ভগবতীর কথা বল্‌চ ?—আ! তার গুণ বর্ণনা কে করতে পারে ?—পতিতপাবনী সনাতনী কলুনাশনী তাহা—ম তোমার এত অল্প বয়সে ধৰ্ম্মে মতি দেখে বড় আহ্নাদ হল। . - - স্বপ্ন। পিতা, আমি দেবী ভগবতীর কথা বলুচি নে। ইনি জননী জন্মভূমি। রাজা। জননী জন্মভূমি –তুমি বাছ একথা জানলে কি করে ?—শাস্ত্রে আছে বটে—“ জননী জন্মভূমিশ স্বর্গাদপি গরী য়সী।" স্বপ্ন। কে আমারে বক্ষে ক'রে করেছে পোষণ ? কে মোরে অচল স্নেহে বক্ষে ধরে আছে ? কার স্তনে বহিতেছে জাহ্নবীর ধারা ? ধন ধান্য রত্বে পূর্ণ কাহার ভাণ্ডার ? কে মোর পিতার পিতা, মাতার জননী ? কোথা হতে পিতা মোর পেয়েছেন জ্ঞান ?