পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক । b"> দক্ষিণ কমল করে দেবী বীণাপাণি সেই দুই হস্তে আজি পড়েছে শৃঙ্খল । রাজা । আহা ! শুনলে মন্ত্রি, চমৎকার কথা না ?—এ সব শিখলে কোথা থেকে তাই আমি আশ্চর্ষ্যি হচ্চি, তার কিছু না –আবার “শৃঙ্খল " কথাটা কেমন ওখানে বশিয়েছে দেখৃেছ ?—খৃঙ্খল অর্থাৎ বন্ধন ।—শাস্ত্রে অাছে “বন্ধোহি বাসনাবন্ধে মোক্ষঃ স্যদ্বাসনাক্ষয়ঃ” “ বাসনা দ্বারা যে বন্ধন সেই বন্ধন, এবং বাসনার যে ক্ষয় সেই মোক্ষ।” শাস্ত্রে আরও বলেছেন, “দে পদে বন্ধমোক্ষায় মযেতি নির্মমেতি চ।” মা অর্থাৎ “আমার” এইরূপ যে দৃঢ় জ্ঞান তাহাই জীবের বন্ধের কারণ”—তবে দেশের বন্ধন কি ?—না—আমার দেশ, আমার দেশ এই যে জ্ঞান—অতএব “আমার দেশ আমার দেশ”— এই যে ভ্রম—এই যে বন্ধন-যখন যুঢ়বে তখনি দেশ মুক্ত হবে।— বাঃ চমৎকার। “ সেই দুই হস্তে পড়েছে শৃঙ্খল!” কি চমৎকার!~~ শুধু দেশ কেন—“ভোগেচ্ছামাত্রকে বন্ধঃ”—ভোগেচ্ছ মাত্রই বন্ধন। মন্ত্রী । মহারাজ –কথা গুল আমার বড় ভাল ঠেক্‌চে না।– আপনি যে অর্থ কচ্চেন বোধ হয় ওর অর্থ তা নয়। রাজা। তুমি বল কি মন্ত্রি—আমি যা অর্থ ੋਂ ঠিক হচ্চে না?—আমার চেয়ে তুমি শাস্ত্র বেশি জান ?-হাহাহাহা–শাস্ত্র বিষয়ে তুমি কথা কইতে এসে না—কি ক’রে অর্থসংগ্রহ হবে, কি করে প্রজাশাসন হবে সে সব বিষয় তুমি জানো বটে—কিন্তু এ গব তোমার অনধিকার চর্চা । >२