পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సెe স্বপ্নময়ী নাটক । মন্ত্রী। আজ্ঞা মহারাজ – স্বপ্ন। "বিদেশী মোগল যত দলে দলে আলি দেখ চেয়ে দেখু র্তার করে অপমান দেখ ওই মায়েরে করিছে পদাঘাত ” রাজা। সে কি কথা ?—মোগল ?—দেশের সঙ্গে মোগলের সম্বন্ধ কি ? অপমান !—পদাঘাত !—লে কি ? মন্ত্রী। মহারাজ-এ বিদ্রোহ ! এ বিদ্রোহ।—ও কথা শুনবেন না-এখনি সৰ্ব্বনাশ হবে –এখনি সৰ্ব্বনাশ হুবে—কি ভয়ানক! রাজা।—অ্যা?-কি!--বিদ্রোহ!—না মন্ত্ৰি তুমি বুক্‌চ না— মা, তুমি আগে যে কথাগুলি বলছিলে সে তো বেশ–এখন কি বল্‌চ ?—পদাঘাত!—অপমান!— স্বপ্ন। " অপমান নয় ?—দেব-মন্দির সকল চূৰ্ণ করিতেছে স্লেচ্ছ পদাঘাতে, বেদ মন্ত্র ধৰ্ম্ম কৰ্ম্ম করিতেছে লোপ, গো হত্য নির্ভয়ে কবে রাজপথ মাঝে, অপমান নয় ?—অপমান বলে কারে ?” જાન્ના ત્તિ – ત્તિ – ત્તિ !– একি কথা বলে ?—না না না-এ কি ! -এসব কি ? এযে বিদ্রোহ বিদ্রোহ ঠেকৃচে—এ কে শেখালে ?—ম তুমি যাও, এ সব কথা মুখে এনে না-ও ভাল কথা নয়—মন্ত্রি,—একি ? ত্যা ? মন্ত্রী। মহারাজ আমি তো বলেই ছিলেম—