পাতা:হঠাৎ নবাব.djvu/১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক । ○ বোকা, নিতান্ত উজবুক বটে, কিন্তু ইদিকে টাকা কড়ি বেশ দেয়, আর কি চাই বল ? যে বড় লোকে এখানে আমাদের পরিচয় ক’রে দিয়েছে, তার চেয়ে এই সামান্ত দোকানদারটা অনেক ভাল । না-ওস্তাদ —হঁ। তুমি যা বল্‌চ ভা কতকটা সত্যি বটে—কিন্তু তুমি ভাই টাকা টাকা ক'রে গেলে যে ! টাকাটা বড় নীচ জিনিষ। টাকার উপর অত টান থাকা কি ভাল মানুষের উচিত ? গ। ওস্তাদ।-কিন্তু মুখে তুমি যাই বল টাকা নিতে ত বড় কহুর কর না । না-ওস্তাদ ।--ত নিই বটে, কিন্তু আমার তাতে ভাই সুখ হয় না। লোকট। যেমন ধনী তেমনি যদি একটু সমজদার হ’ত তাহলে বড় ভাল হত । গা-ওস্তাদ ।—তা’ বটে, আমরা ত তাকে সমজদার কোরে তোল্বার চেষ্টায় আছি। কিন্তু আর কিছু নাই হোক, ওলোকটার দ্বারায় ত আমরা দশ জনের কাছে পরিচিভ হচ্চি । সেই আমাদের আর একটা লাভ । আমাদের মনিবের কাছ থেকে বাহবা না পাই টাকা পাব, আর সেই বাহব বাইরের দশ জনের কাছে থেকে পুষিয়ে নেওয়া যাবে ।