পাতা:হঠাৎ নবাব.djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శిe হঠাৎ নবাব । পঞ্চম দৃশ্য। লুসিল, ক্লেয়োন্ত, জুর্দ্যা, দরিমেন, দোরান্ত কবিয়েল। - জু। এসো বাছ ; কাছে এসো, এর হাতে হাত দেও—ইনি তোমার বিবাহের প্রার্থী হয়ে তোমার মান বাড়াচ্চেন | লু। একি ! বাবা, একি রকম অদ্ভুত সাজে সেজেচ ? তুমি কি যাত্রার সং সাজতে যাচ্চ না কি ? জু। না, না, এ যাত্রা নয় ; এ ভারি গম্ভীর বিষয়— আর এতে বাছ৷ তোমার যেমন মান হচ্চে এমন আর কিছুতে নয়। (ক্লেয়োস্তকে দেখাইয়া) ইনিই তোমার বর। লু। আমার, বাবা ? জু। ই তোমার। এই এসো, তোমার হাত আমি ও কে দিলুম-আর এই মুখের জন্য ভগবানকে ধন্যবাদ দেও ! লু। আমার বিয়ে করতে ইচ্ছে নেই। জু। আমি তোমার বাপ, আমার এই ইচ্ছে। লু। আমি তা কিছুতেই করব না। জু। আঃ! কি গোলমাল ! এসো আমি বলচি– হাত দেও।