পাতা:হঠাৎ নবাব.djvu/১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

No. হঠাৎ নবাব। দ্বিতীয় পেয়াদ। —হজুর ! জু।—আমার পোষাকটা ধর ।—এই রকমেই আমাকে ভাল দেখছ না ? না-ওস্তাদ —অতি উত্তম । এর চেয়ে উত্তম আর কিছু হ’তে পারে না। জু।–এখন তোমাদের তামাসা দেখা যাকৃ। গা-ওস্তাদ —হজুর যে বিরহ টপ্পা ফর্মাল করেছিলেন, তা আমার এই সাক্ৰেদ তৈরি করেছে। সেইটে হজুবকে প্রেথমে শোনাব । জু। একজন সাক্রেকে দিয়ে তৈরি করা হয়েছে, তুমি বুঝি নিজে করতে পার নি । গা-ওস্তাদ —সাক্রেদের নামে হজুর পিছবেন না। এই রকম সাফ্রেদ ওস্তাদের মতই লায়েক । মুরট যতদূর ভাল হবার তা' হ'য়েছে। জু।—তবে আমার পোষাকটা দাও । পোষাক পোরলে ভাল কোরে শুনতে পারব—না—ন।—থাম—বিনা পোযাকেই শোনা ভাল । না—ন।—পোষাকটা দাও—তা হ'লে আরও ভাল হবে । গান | যে অবধি নেত্ৰবাণ হানিয়াছ থরতর, সে অবধি বিধুমুখি হয়ে আছি মর" মর’ ।