পাতা:হঠাৎ নবাব.djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S२8 হঠাৎ নবাব। জুস্ত্রী। তোমার কথায় আমার কাজ নেই। কো। (জুর্দার প্রতি) মশায় যদি উনি গোপনে আমার একটি কথা শোনেন তাহলে নিশ্চয় বলচি এই বিবাহে মত দেবেন। জু স্ত্রী। আমি কখনই মত দেব না। কো। ভাল একবারটি শুনুন । জুস্ত্রী। না—আমি শুনতে চাই নে। জু। উনি তোমাকে বলবেন— জুঞ্জ। ওর কোন কথা আমি শুনতে চাইনে। জু। স্ত্রী লোকের কি ভয়ানক একগুয়েমি! ওর কথা একবারটি শুনলে কি তোমার কান পোচে যাবে ? কো। একবারটি কেবল শুনুন ; তার পর যা ইচ্ছে তাই করবেন। * জু স্ত্রী। আচ্ছা! কি ? কো। (জুীর প্রতি চুপি চুপি) ঠাকরণ এক ঘণ্টা ধরে ভোমাকে ইসার কচ্চি ! এ তুমি বুঝতে পাচ্চ না যে তোমার স্বামীর মন যোগাবার জন্যই এ সব কচ্চি ? এই সব সংসেজে ওকে ভোলাচ্চি—ক্লেয়োন্তই তুর্ক রাজার ছেলে সেজেচে । জুস্ত্রী। (কোবিয়েলের প্রতি চুপি চুপি) অ্যা! অ্যা! কো। (জুীর প্রতি চুপি চুপি) আর আমি কোবিয়েল দ্বিভাষী সেজেচি।