পাতা:হঠাৎ নবাব.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२ হঠাৎ নবাব । জুদৰ্ণ । (ত ওস্তাদের প্রতি) তোমার পায়ে পড়ি । না-ওস্তাদ । আমি ও এমন পিটিয়ে দেব— জুর্দ"। (না-ওস্তাদের প্রতি) ক্ষান্ত হও ক্ষান্ত হও । গাওস্তাদ। হজুর একটু থামুন—কি রকম করে কথা কইতে হয় আমরা ওকে একবার শিখিয়ে দি । জুর্দ (গা-ওস্তাদের প্রতি) কি সৰ্ব্বনাশ ! তোমরা খাম না হে ! চতুর্থ দৃশ্য। একজন তত্ত্ববিদ্যার শিক্ষক, জুর্দী, গান বাজনার ওস্তাদ, নাচের ওস্তাদ, তলোয়ারের ওস্তাদ, একজন পেয়াদ । জুদা। এই যে ! পণ্ডিত মহাশয়, ঠিক সময়ে আপনি তত্ত্ববিদ্যা নিয়ে এসেছেন—এই ব্যক্তিদের মধ্যে ঝগড়াট। থামিয়ে দিন দেখি । তত্ত্বজ্ঞানী। মহাশয়েরদের মধ্যে কি হচ্চে ? ব্যাপারট কি ? জুদর্ণ। কার ব্যবসায় সকলের চেয়ে ভাল এই নিয়ে