পাতা:হঠাৎ নবাব.djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(, 8 হঠাৎ নবাব । স্বী । (জনাল্লিকে) ও লোকটা চুলকোনির জায়গা বুকে চুলকে দিচ্চে। দে। আচ্ছা ফেরো দিকি, বাঃ পিছন দিকৃটাও বড় চমৎকার । স্ত্রী । (জনাস্তিকে) সামনেও যেমন, পিছনেও তেমন— চৌকোশ পাগল । দে৷ ৷ মাইরি, জুর্দা, আজ তোমাকে দেখবার জন্য আমি ভারি অধৈৰ্য্য হয়েছিলুম। পৃথিবী মধ্যে তোমাকে আমি যে রকম শ্রদ্ধা করি এমন আর কাউকে না, আর আজ এই সকাল বালা রাজ-দরবারে তোমার কথা পেড়েছিলুম। জু। মশায়, আপনার যথেষ্ট অনুগ্রহ (স্ত্রীর প্রতি) কি বলচে শুনেছ, রাজ-দরবারে । দে। টুপি মাথায় দেও না। জু। আপনার সামনে টুপি মাথায় রাখাটা বেয়াদবি হয় । , দে। ন ন ন ন টুপি পর, আমাদের মধ্যে আবার লৌকিকতা কি ? छू । मणाङ्ग- d দে। জুর্দা, আমি বলচি টুপিটা পর, ভূমি হজ্জ আমার বন্ধু । - জ। আমি মশায়ের দাস ।