পাতা:হঠাৎ নবাব.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

や8 হঠাৎ নবাব । আমাদের বাধা হত। রাধবার জন্য আর নুতা-নাটের জন্য যা কিছু দরকার আমি সব হুকুম দিয়েচি—এই নৃতা নাট্যটা আমার নিজের রচনা—আমার রচনা যে রকম, কাজে যদি ঠিক সেই রকম করতে পারে, তাহলে নিশ্চয় বলতে পারি— জু। (নিকোল শুনিতেছে জানিতে পারিয়। তাহার গালে এক চপেটাঘাত) আরে মাগি ! তুষ্ট লে। ভারি বজাৎ (দোরাস্তের প্রতি) আসুন আমরা এখান থেকে সাই । সপ্তম দৃশ্য । জুদার স্ত্রী, নিকোল । fন । ঠাকরণ, শুনতে গিয়ে আমার বিলক্ষণ হয়েছে । কিন্তু ভিতরে ভিতরে ওদের একটা কি চলেচে । একট। কিসের কথা হচ্চিল ভাতে ঠাকরণ তুমি যে থাক, এ তাদের ইচ্ছে নয় । জু-স্ত্রী। দেখ নিকোল আজ বোলে নয় অনেক দিন থেকে আমার স্বামীর উপর সন্দেহ হয়েচে । একটা নিশ্চয় কি প্রেমের ব্যাপার অাছে। এ যদি নাহয় তো কি বলিচি— সে ব্যাপারটা কি আমার সন্ধান করে বের করতে হবে । কিন্তু এখন আমার মেয়ের বিষয় ভাবা যাকৃ। তুই ভে।