পাতা:হঠাৎ নবাব.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छूउँौग्न छाड़ । ५१ ক্লে। এক জনের উপর যত দূর ভাল বাসা, যতদূর অনুরাগ হতে পারে তা আমি প্রকাশ করেছি । তাকে ছাড়া; আর আমি কাউকেই ভালবালি নে—লে বই আমার হৃদয়ে আর কেউ নেই ; আমার সমস্ত যত্ন, সমস্ত বাসনা, সমস্ত সুখ তাকে নিয়েই , আমি তাকে ছাড়া কোন কথা কই নে, তাকে ছাড়া কোন ভাবনা ভাবিনে, তাকে ভিন্ন কোন স্বপ্ন দেখিনে—তাকে ছেড়ে নিঃশ্বাস পৰ্য্যস্ত ফেলি নে, তাতেই আমার হৃদয় বেঁচে আছে – আর এভ ভালবাসার কি না শেষ এই উপযুক্ত পুবস্কার! দুদিন তাকে দেখি নি, আর এই দুদিন যন দু শ বৎসর বলে মনে হচ্চিল—ইট,ৎ তার সঙ্গে সে দিন পে। হল ; তাকে দেখে আমার হৃদয় উথলে উঠল—আমার মুখে আহলা ফেটে পড়তে লাগল-আমি মনের আগ্রহে দোড়ে তার কাছে গলুম—আর সেই বিশ্বাসঘাতিনী আমার দিকে কি না একবার ফিরেও তাকালে না— যন জন্মে ও আমাকে দেখে নি, এই ভাবে চট করে আমার কাছ দিয়ে চলে (5하| কে । আপনার যে কথা আমার ও সেই কথা । ক্লে । কোবিয়েল, বিশ্বাসঘাতক অকৃতজ্ঞ লুসিলের কি আর জুড়ি আছে ? কে। আর সেই, মশায়, সেই হতভাগি নিকোলেরও কি জুড়ি আছে ?