পাতা:হরিভক্তিসুধোদয়ঃ.djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ম অধ্যায়ঃ । ] হরিভক্তিস্নধোদয়ঃ । ১১৩ বিনা যচ্ছক্তিমুন্মেষনিমেষেইপ্যপ্ৰভুঃ স্বতঃ। বিষ্ণুং তমেব হসতি স্বয়ং হাস্তস্তু বস্তুতঃ ॥ ৩৪ ৷ গুরবেইপি ব্রবীম্যেতদযতে। হিতকরং পরং । শরণং ব্রজ সৰ্ব্বেশং পুরা যদ্যপি পাপকৃৎ ॥৩৫ ॥ অথীহ প্রকটক্রোধঃ স্বরারির্ভংসয়ন স্থতং । ধিক্ ধিক্ চপল তে শীলং মমাপ্যগ্ৰে প্ৰগল্‌ভসে ॥ ৩৬ ॥ উত্তেতি পরিতে বীক্ষ্য পুনরাহ শিশোগুরুঃ। বধ্যতামেষ দৈতেয়া ন শুভং হি দ্বিজেইনৃতে ॥৩৭ ॥ যাহার শক্তিব্যতিরেকে মানব স্বতঃ নিমেষ এবং উন্মেষ কার্য্যেও সক্ষম নহে,সেই বিষ্ণুকেও যে ব্যক্তি উপহাস করে, রাস্তবিদ্ধ সেই ব্যক্তি নিজেই উপহাসের যোগ্য ॥ ৩৪ ॥ আপনি গুরু, আপনাকেও বলিতেছি, যেহেতু ইহা অতিশয় হিতজনক যদিচ আপনি পুর্বে পাপকার্ষ্যের অমুষ্ঠান করিয়াছেন, তথাপি,আপনি সেই পরম মঙ্গলময়, সর্বপ্রভু হরির শরণাপন্ন হউন ॥ ৩৫ ৷ অনস্তর দেবরিপু হিরণ্যকশিপু উৎকট ক্রোধ প্রকাশ পূর্বক পুত্রকে তিরস্কার,করিতে করিতে বলিল, রে চপল ! তোর এইরূপ স্বভাবকে ধিক্ ধিক্ তুই আমার সম্মুখেও প্ৰগল্‌ভত প্রকাশ করিতেছিল, ৩৬ ৷ দৈত্যপতি এই কথা বলিয়া, চারিদিক নিরীক্ষণ করিয়া পুনৰ্ব্বার বলিতে লাগিল।. হে দৈত্যগণ ! তোমরা এই বালকের গুরুকে বধ কর। মিথ্যাবাদি ব্রাহ্মণের কাছে মঙ্গল হইতে পারে ন৷ ॥ ৩৭ ॥