পাতা:হরিভক্তিসুধোদয়ঃ.djvu/২৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S&s হরিভক্তিস্নধোদয়ঃ । [ ১৩শ অধ্যায়ঃ প্ৰহলাদং চব্ধিমধ্যস্থং তমেবাগ্নিমিব স্থিতং । জ্বলন্তং তেজসা বিষ্ণৈ গ্রাহ দূরাস্তিয়া ত্যজন ॥ ৬২ ৷ সচাভিন্নচিদানন্দসিন্ধুমগ্নঃ সমাহিতঃ। ন বেদ বদ্ধমাত্মানং লবণাম্বুধিমধ্যগং ॥ ৬৩ ৷ অথ ব্ৰহ্মামৃতম্ভেtধিময়ে তস্মিন্মহামুনে । যযৌ ক্ষোভং দ্বিতীয়াব্ধিসংশ্লেষদিব সাগরঃ ॥ ৬৪ ॥ শৈলীন কেশীনিবেদ্ধ প্ৰহাদমথ বীচয়ঃ। নিত্যুস্তীরং ভবান্তোধে ও রূকু ইবাম্বুধেঃ ॥ ৬৫ ৷ প্ৰহলাদ সমুদ্রের মধ্যে অগ্নির মত অবস্থান করিতে লাগিলেন, বিষ্ণুর তেজে প্রজ্বলিত হইতেছিলেন । ইহ। দেখিয়া কুম্ভীরাদি জলচর জন্তুগণ ভয়ে দূর হইতেই উহাকে পরিত্যাগ করিল ॥ ৬২ ৷ @ প্ৰহলাদ চিদানন্দসাগরে তন্ময় হইয়া নিমগ্ন আছেন, সমাধিবলে চিত্ত বিষ্ণুর প্রতি একাগ্র হইয়া রহিয়াছে। এই কারণে তিনি যে লবণসমুদ্রের মধ্যে বদ্ধ হইয়া অবস্থান করিতেছেন, ইহা তখন জানি:৩"পifরলেন না । ৬৩ ৷ অনন্তর অন্য এক সমুদ্রের সহিত সংযোগে সমুদ্র যেরূপ ক্ষোভ প্রাপ্ত হইয় থাকে, সেইরূপ ব্ৰহ্ম-মুধার সমুদ্র স্বরূপ মহাযোগী প্রহ্নাদি সমুদ্রের মধ্যে অবস্থান করাতে সমুদ্র ক্ষুভিত হইয়াছিলেন ॥ ৬৪ ৷ অনন্তর গুরুমুখোচ্চারিত সছুপদেশ বাক্য সকল যেরূপ মানবকে ভবসাগরের তীরে লইয়া যায়, সেইরূপ তরঙ্গমালা কেশসমূহের স্যায় শৈলরাশিদিগকে দূর করিয়া দিয়া উহাকে ক্রমশঃ সমুদ্রের তীরে অনিয়া দিল ॥ ৬৫ ৷