পাতা:হরিভক্তিসুধোদয়ঃ.djvu/২৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Հե Հ হরিভক্তিস্থধোদয়ঃ । [ ১৪শ অধ্যায়ঃ স কামধেনুৰ্দভ চেৎ কৰ্ম্মাদন্যৎ এদিৎসসি । অর্থ স৷ নৈব দত্ত চেৎ কিং মে নাথ বরেঃ পরৈঃ ॥৪৬ ভূয়োহুপি যাচে দেবেশ ভক্তিমেব ত্বয়ি স্থিরাং । যা মোক্ষান্তচতুৰ্ব্বৰ্গফলদ সৰ্ব্বদ। লতা ॥ ৪৭ ৷ কাজে পরং ভবস্তুক্তিমিতোর্বাঙুস্মি ভক্তিমান । মহাভয়েভ্যোমুক্তিশ্চেত্তাবত স৷ কিমীড্যুতে ॥ ৪৮ ॥ হাস্তানদেরমমোভিরপি ভক্তিকৃত ত্বয়ি । নাথ ! আপনি যদি আমাকে সই কামধেনু ( “ভক্তি” কামধেনুর স্যায় সকল ফল প্রসব করেন ) দান করিয়া থাকেন, তাহা হইলে কেন আপনি অন্য বর দান করিতে ইচ্ছা করিতেছেন। আর যদি সেই হরিভক্তিরূপ কাম ধনু না দিয়া থাকেন, তস্থা হইলে আমার অষ্ঠাস্য বরে কি হইবে, অর্থাৎ যদি বর দিতে ইচ্ছা থাকে, তাহ হইলে আমাকে সেই ভক্তি (বর ) দান করুন ॥ ৪৬ ৷ হে দেব ! তথাপি পুনর্বার আমি এই ভিক্ষা করি, যেন আপনার প্রতি আমার অচলা ভক্তি থাকে। কারণ, ঐ ভক্তি সৰ্ব্বদাই ধৰ্ম্মার্থ-কাম-মোক্ষ এই চতুর্বগের ফল দান করতে লতাস্বরূপ হইয়া রহিয়াছেন ॥ ৪৭ ॥ কেবল আমি ইহাই প্রার্থনা করি, যেন আপনার প্রতি অীমার ভক্তি থাকে। ইহা ভিন্ন আর আমার কোন বিষয়ে যেন ভক্তি না থাকে । যদি সম্পূর্ণভাবে মহাভয়রাশি হইতে মুক্তি হয়, তাহীর জম্বাই সেই মুক্তির প্রশংসা ও স্তব করা मृtझ ॥ 8४ ॥ " হস্ত, অবজ্ঞা এবং কপটেও যদি আপনার প্রতি ভক্তি করা যায়, তাহ হইলেও সেই ভক্তি প্রভাবে মনুষ্যগণ ইন্দ্র