পাতা:হরিভক্তিসুধোদয়ঃ.djvu/৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উৎসর্গ । বিষমসমরবিজয়ি— শ্ৰীশ্ৰীশ্ৰীশ্ৰীশ্ৰীমন্মহারাজ ত্রিপুরারাজ্যাধী শ্বর বীরচন্দ্ৰ বৰ্ম্ম মাণিক্য বাহাদূর করকমলেষু— মহারাজ ! আপনাকে আশ্রয় পাইয়াছিলাম বলিয়া, শ্ৰীমদ্ভাগবত প্রভৃতি বৈষ্ণবশাস্ত্র সকল প্রকাশ করিতেছি, আপনার আশ্রয় না পাইলে, কোনক্রমে কৃতকার্য্য হইতে পরিতাম না। সম্প্রতি আপনার লাইব্রেরী হইতে দুইখানি হরিভক্তিস্নধোদয় গ্রন্থ প্রাপ্ত হইয়া মুদ্রাঙ্কনে প্রবৃত্ত হইলাম। ইহার অমৃতরঙ্গ মহারাজ স্বয়ং এবং মহারাজের সেক্রেটারী স্থপণ্ডিত পরমবৈষ্ণব ঐযুক্ত বাবু রাধারমণ ঘোষ বি,এ মহাশয় দ্বায়া আস্বাদন করিলে আপনি মহারাজ ಕ್ಯಾಸೆ; আমি দীনহীন ব্রাহ্মণ, আপনাকে অন্য কোন বস্তু দিবীর ক্ষমতা নাই, আপনার করকমলে এই হরিভক্তিযুধোদয় গ্রন্থ অৰ্পণ কবিলাম, আশীৰ্ব্বাদ করি এই হরিভক্তি স্থধা পান করিয়া চিরজীবী হউণ । আশীৰ্ব্বাদক— । প্রীরামনারায়/বিদ্যারত্ব। বহরমপুর । _ جمعركة