পাতা:হরিভক্তিসুধোদয়ঃ.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\}o হরিভক্তিস্থধোদয়ঃ । [ ৩য় অধ্যায়ঃ । ভধবস্তুক্তিহীনস্য জাতিঃ শাস্ত্ৰং জপস্তপঃ । তাপ্রাণস্তোব দেহস্য মণ্ডনং লোকরঞ্জনং ॥ ১১ ॥ শুচিঃ সদ্ভক্তিদীপ্তাগ্নি-দগ্ধদুর্জাতিকল্মমঃ । শ্বপাকোহপি বুধৈঃ শ্লীঘ্যে ন বেদাঢ্যোহপি নাস্তিকঃ ॥১২ শ্রতং তদুপঘাতায় যদসন্মার্গবৰ্ত্তিনঃ । জ্ঞাত্বাপি পাপকং কৰ্ম্ম নাস্তিক্যেন করেত্যেসেী ॥ ১৩ ॥ অশাস্ত্রজ্ঞশ্চরণ পাপুং বুধৈভু য়ে ন নিন্দ্যতে । প্রাণশূন্য দেহে লোকরঞ্জনকারী অলঙ্কার যেরূপ বৃথা, সেইরূপ ভগবদ্ভক্তিবিহীন মানবের জাতি, শাস্ত্র, জ্ঞান, জপ এবং তপস্যা সমস্তই নিস্ফল ॥ ১১ ॥ ** সদৃভক্তি রূপ প্রজুলিত অনল দ্বারা যাহার দুষ্টজাতি সংক্রান্ত পাপ তিরোহিত হইয়াছে, সেই ব্যক্তিই পবিত্র এবং সেই ব্যক্তি যদি চ গুলি হয়, তথাপি সেই ব্যক্তি সকলের আদরণীয়, কিন্তু বেদজ্ঞানসম্পন্ন নাস্তিকও কখন শ্লাঘার পাত্র হইতে পারে না ॥ ১২ ॥ কুপথগামি মানবের শাস্ত্রজ্ঞান কেবলণ্ডহার বিনাশের জন্যই হইয়া থাকে। কারণ, ঐ মূঢ়মতি মানসংস্থাপ-কৰ্ম্ম জানিতে পারিয়ীও নাস্তিকতার সহিত তাহার སྟོད་ཙྰ་ཝུ་ করিয়া থাকে ॥ ১৩ ॥ \ যে ব্যক্তি শাস্ত্র জানে না, সেই ব্যক্তি যদি পাপাচরণ করে, পণ্ডিতগণ তাহাকে অধিকতর নিন্দ করেন না। অন্ধ কূপে পড়িলে যেমন তাহাকে দয়া করিতে হয়, সেইরূপ