পাতা:হরিভক্তিসুধোদয়ঃ.djvu/৩৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭৬ হরিভক্তিস্থধোদয়ঃ । [ ১৯শ অধ্যায়ঃ। অল্পোৎকোচায়'গোবিপ্রদেববহবর্থনাশকঃ ॥ ৪৯ ॥ স্ত্রী বাল মিত্র বিশ্বস্ত গুরুব্রহ্মস্বভোগিনঃ। রমন্তে নির্ভয় ধীর অবজ্ঞায়োগ্রবেদনী ॥ ৫০ ॥ শূদ্রেভ্যোইপ্যগ্রজন্মানে লুব্ধ ব্ৰহ্ম বদন্ত্যহে । তৎসেবিনস্তদন্নাদ নিবীৰ্য্য। যাজয়ন্তি তন ॥ ৫১ ॥ প্রোৎসাহয়ন্তঃ কুৰূপস্মিথ্যোৎপ্রেক্ষিতসদগণৈঃ। স্তবৈরুপাসতে-লুব্ধ ব্রহ্মস্ব নিরপত্রপাt; ॥ ৫২ ॥ ক্রোধলোভে তু চণ্ডালে ন স্মর্তব্যে চ নন্ধিমে । যদাবিষ্টঃ পুমান হন্তি স্ত্রীবালানতিদারুণঃ ॥ ৫৩ ৷ লোভ প্রকাশের যদি বারম্বার অসীম বি ভীষিক দেখিতে হয়, তথাপি তাহারা সামান্য উৎকোচের ( ঘুষের ) নির্মিত্ত গে, ব্রাহ্মণ এবং দেবতাদিগের বহু অর্থ নাশ, করিয়৷ থাকেনা ॥ ৪৯ ৷৷ - - স্ত্রী, বালক, মিত্র, বিশ্বাসী, গুরু এবং ব্রাহ্মণদিগের ধন ভাগ করিয়া, পণ্ডিতগণ নিৰ্ভয়ে ভীষণ যন্ত্রণ সকল অবজ্ঞ} করিয়। পরম স্থখে জগতে বিহার করিয়া থাকেন ॥ ৫০ ॥ ব্রাহ্মণগণ শূদ্রদিগের নিকট হইতে লোভ করিয়া আপনাদিগকে ব্রাহ্মণ বলিয়া যে পরিচয় দিয়া থাকেন, ইহাই আশ্চৰ্য্য। অবশেষে লোভের বশীভূত হইয়া শূদ্রের দাসত্ব করিয়া, তাহাদের অন্ন ভক্ষণ করিয়া, নিবীৰ্য্য হইয়। তাহ দের যাজন ক্রিয়া ( পৌরহিত্য ) করিয়া থাকেন ॥ ৫১ ॥ ব্ৰহ্ময়, লুব্ধ ব্রাহ্মণগণ মিথ্য সদগুণরাশির উল্লেখ করিয়া কুৎসিত ভূপতিদিগকে উৎসাহিত করিয়৷ নিলঙ্গ ভাবে নানাবিধ স্তব দ্বার। উপাসনা করিয়া থাকেন ॥ ৫২ ॥ হে ব্রাহ্মণগণ : ক্রোধ আর লোভ এই দুইটী চণ্ডালতুল্য,