পাতা:হরিভক্তিসুধোদয়ঃ.djvu/৩৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৯শ অধ্যায়ঃ । ] হরিভক্তিস্কধোদয়ঃ । ०११ দম্ভীক্ৰান্তাশ্চরন্ত্যেতে সদাচাররত ইব । স্বাৰ্থৈকসাধক। হ:ঢ্য। মুনিবেশ"নটা ইব ॥ ৫৪ ৷ দাম্ভিক বহুলদ্বেষশ্চিরিতৈঃ শ্লাঘি তা জনৈঃ । ংরম্ভিণোহন্তর্নিঃসরিাঃ কৃত্রিমেভনিভ। দ্বিজtঃ ॥ ৫৫ ॥ বিস্তীর্য্য বাগুরাং ব্যাধে মৃগীনাকাঙক্ষতে যথা । প্রপঞ্চ্য সংক্রিয়ামেবং দাম্ভিক ধনিনাং ধনং ॥ ৫৬ ৷ হরন্তি দস্তবোইটব্যাং বিমোহাস্ত্রৈনৃপ্লাং ধনং। পবিত্রৈরতিতীক্ষাগ্রৈগ্রামেঘেবং বকব্রতাঃ ॥ ৫৭ ৷ এই দুইটিকুে স্মরণও করিবে না । দেখ, মনুষ্য ক্রোধ ও লোভের বশীভূত হইয়া অতিশয় নিষ্ঠুরভাবে স্ত্রী ও বালককে বিনাশ করিয়া,থাকে ॥ ৫৩ ৷ এই সকল মনুষ্য অহঙ্কারে পরিপূর্ণ হইয়া,সদাচার পরায়ণ মনুষ্যগণের মত বিচরণ করিয়া থাকে। ইহার একমাত্র সাৰ্থ সাধনে তৎপর এবং ধনাঢ্য । ইহারা যেন মুনিবেশধারী * নটম্বরূপ ॥ ৫৪ ॥ ● হে বি প্রগণ । দাত্তিক সকল অতিশয় শ্লেষ করিয়া থাকে। অথচ সাধারণ লোকে তাহীদের চরিত্র বর্ণনা করিয়া প্রশংসা করে । কৃত্রিম হস্তিদের যেমন অন্তরে সার থাকে ন, সেইরূপ দাম্ভিকগণ অন্তঃসার বিহীন হয় ॥ ৫৫ ৷ যেরূপ ব্যাধ জলেবিস্তার পূর্বক মৃগদিগকে আকাঙ্ক্ষণ করিয়া থাকে, সেইরূপ দস্তিকগণ সংক্রিয়া বিস্তার করিয়া ধনিদিগের ধন ইচ্ছা করে ॥ ৫৬ ৷ 驗 যেরূপ দক্ষ্যগণ অরণ্য মধ্যে শাণিত অস্ত্রদ্বারা ভয় দেখাইয়৷ মানবগণের ধন কড়িয়া লইয়া থাকে, সেইরূপ বকব্রত