পাতা:হরিভক্তিসুধোদয়ঃ.djvu/৩৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হরিভক্তিস্নধোদয়ঃ । [ ১৯শ অধ্যায়ঃ । ہ سراثي তাথ কশ্চিন্ন সইতে স্তুতিং মানস্বভাববিৎ । স্তুত্যোইপ্যস্তুতিকামত্বমিত্যুক্তঃ সতু তুষ্যতি ॥ ৬৫ ॥ উক্তাভিমানত্যক্তোহপি যোগমাগরতঃ শমী । তৃপ্যতে মানবীনেব ব্রহ্মজ্ঞোহম্মীত্যহে পুনঃ ॥ ৬৬ ॥ সর্বাভিমানত্যক্তোহথ নিঃসঙ্গঃ কশ্চিদাত্মবান । নিৰ্ম্মমোহস্মীতি তস্যাপি ভূয়োমানঃ প্রবর্ততে ॥ ৬৭ ॥ ত্যক্তঃ কে নাম মানেন ক্লিষ্টো দীনোহপি ভিক্ষুকঃ । ভিক্ষাভাগ্যং মমান্ত্যেভ্যো বহবস্ত্রীতি চ মানবান ॥ ৬৮ ॥ অনন্তর কোন ব্যক্তি (যিনি অভিমানের স্বভাব অবগত আছেন ) প্রশংসা সহ্য করিতে পারে না “তুমি স্তবযোগ্য হইয়াও স্তব কামনা কর না” এই কথা বুলিলে তিনি তুষ্ট হইয়া থাকেন ॥ ৬৫ k , যোগমার্গপঞ্চারী শমগুণাবলম্বী ব্যক্তি পূর্বোক্ত অভিমান বিসর্জন করিলেও “আমি ব্রহ্মজ্ঞানী” এইরূপ আত্মাভিমানে মত্ত হইয় যে পুনর্বার সন্তুষ্ট হইয়া থাকেন, ইহাই আশচর্য্যের বিষয় ॥ ৬৬ ॥ & অনন্তর যিনি সকল প্রকার অভিমান পরিত্যাগ করিয়াছেন, যিনি বিষয় বাসন পরিত্যাগ করিয়া বীতরাগ হইয়াছেন এবং যিনি আত্মতত্ত্বজ্ঞ, এইরূপ মহাত্মা ব্যক্তিও “আমি মমতাশূন্ত” এইরূপে পুনর্বার অভিমান উৎপন্ন হইয়া থাকে ॥ ৬৭ ॥ & এইরূপে কোন ব্যক্তি অভিমানশূন্য হইয়। থাকিতে পারে ? দেখ, ক্লেশযুক্ত দরিদ্র ভিক্ষুকও “আমার ভিক্ষণযোগ্য বস্তু অনেকের নিকট হইতে পাইতে পারিব এবং তাহা যথেষ্ট আছে” এইরূপে অভিমান করিয়া থাকে ॥৬৮