পাতা:হরিভক্তিসুধোদয়ঃ.djvu/৪০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২০শ অধ্যায় । ] হরিভক্তিস্থধোদয়ঃ। ৬৯৭ যদ্যদ্বস্ত্রান্নপানীদি চিত্তার্থে তত্তদেব হি। বিষ্ণুপিতং ভবেমাত্র ক্লেশাঃ প্রত্যাহৃতিধিব ॥ ৮ ॥ " কৃতী বিষ্ণুপিতান ভোগা ভুঞ্জানোইপি বিমুচ্যতে। অয়ং হি স্ন করঃ পন্থ মুক্তেশ্চতুরসেবিতঃ ॥ ৯ ॥ বিষত্বেনৈব বিষয়tঃ খ্যাত অপি যদপণাৎ । ত এবtযুততাং যাতাঃ কোইন্যঃ সেল্যে হরেনৃণাংl১০ এবং বিষ্ণুরুতেশ্চেতঃ স্বয়মেব প্ৰসীদতি । প্রত্যাহারমনাহারং বিনা ক্লেশাংশ্চ দুঃসহান ॥ ১১ i যেরূপ মনের জন্য বস্ত্র, অন্ন, পানীয় প্রভূতি বস্তু সংগ্ৰহ করিতে হয়, সেইরূপ তত্তৎ বস্ত্রাদি বস্তু সকল বিষ্ণুর প্রতি সমৰ্পিত হইলে, ঐ সকল বস্তুর আহরণে যেরূপ বিবিধ ক্লেশ ঘটে, তার সেরূপ ক্লেশ भi ॥ ४० ॥ বুদ্ধিমান ব্যক্তি. নানাবিধ ভোগ্য বস্তু সকল বিষ্ণুকে নিবেদন করিয়া যদি ভোজন করেন, তাহ হইলে সে ব্যক্তি মুক্তি লাভ করিতে পারে, চতুরগণের সেবিত ইহাই মুক্তির সুগম পথ জানিবেন ॥ ৯ ॥ বৈষয়িক পদার্থ সকল বিষর্যপে বিখ্যাত হইলেও যদি ঐ সকল বস্তু বিষ্ণুকে সমর্পণ করা যায়, তাহা হইলে ঐ সকল বস্তুই আবার অমৃতরূপে পরিণত হইয়া থাকে, অতএব মনুষ্যগণ হরি-ব্যতীত অন্য আর কাহার আরাধনা অর্থাৎ সেবা করিবে ? ॥ ১০ ॥ 尊 এইরূপে বিষ্ণুপরায়ণ মনুষ্যের চিত্ত স্বয়ংই প্রসন্ন হইয়। থাকে, তখন প্রত্যাহরণ (সংগ্রহ ) উপবাস এবং অন্যান্য অসহ ক্লেশ সকল আর ভোগ করিতে হয় না। ১১ ॥