পাতা:হরিভক্তিসুধোদয়ঃ.djvu/৪১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২০শ অধ্যায়ঃ । ] হরিভক্তিস্থধোদয়ঃ - 8ధి ఫి লগ্রাস্তু মুকুরস্তেব নৈৰ্ম্মল্যায়ৈব রেণবঃ- ৫৫ ॥ উপাস্তে চৈব যঃ শ্ৰীশং ভক্ত্যা পৃশ্যম্ স্বপূজিতং । তথৈবোপাস্ততে দেবৈর্ধিষ্ণুলোকে স্বলঙ্কতঃ ॥ ৫৬ ৷ স্তুবন্নমেয়মাহাত্ম্যং ভক্তিগ্রথিতরম্যবাক্। ভবে ব্রহ্মদিদৌল্ল ভ্য প্রভুকারুণ্যভাজনং ॥ ৫৭ ৷ যথা নরস্ত স্তবতো বালকস্যৈব তুষ্যতি । মুগ্ধবাক্যেন হি তথা বিবুধানাং জগৎপুিত ॥ ৫৮ ৷৷ ভ্রমণে আর ভ্রম উৎপন্ন হইতে পারে না। প্রণাম পূর্বক ভ্রমণ কালে তাহার শরীরে যে ধূলিরাশি সংলগ্ন হয়, সেই সকল ধূলিরাশি দর্পণের ন্যায় নিৰ্ম্মলতাই বহন করিয়া থাকে ] ৫ ৫ ॥ * * যে ব্যক্তি 'ಕ್ಲಿಷ್ಗ উপাসন করে, সেই ব্যক্তি নানাদি অলঙ্কারে বিভূষিত হইয়া, বিষ্ণুলোকে দেবগণেরও উপাসনা প্রাপ্ত হইয়। থাকে ॥ ৫৬ ৷৷ যে ব্যক্তি ভক্তি পূর্বক মনোহর বচনে অসীম মাহাত্ম্য সম্পন্ন ভগবান নারায়ণের স্তব করিয়া থাকেন, সেই ব্যক্তি ব্ৰহ্মাদি অমরবৃন্দের দুল্লভ শ্ৰীহরির করুণ। পত্র হইতে পারেন ॥ ৫৭ ৷ - যেমন মনুষ্য বালক মুগ্ধ বাক্যে ভগবানের স্তব করিলে, তিনি যেরূপ তাহার প্রতি সন্তুষ্ট হইয়া থাকেন, দেবত্তাগণ মনোহর বাক্যে স্তব করিলেও জগদীশ্বর হরি দেবগণের প্রতি সেরূপ সন্তুষ্ট হন ন ॥ ৫৮ ॥ •