পাতা:হরিভক্তিসুধোদয়ঃ.djvu/৪২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{}}\; হরিভক্তিহঁধোদয়ঃ । [ ২০শ অধ্যায়ঃ। কৃতাপি দম্ভহাস্য দ্যৈঃ সেবা তারয়তে জনানু। ৰিফলস্তন্যকৰ্ম্মণি বৃশ্লালুং কোস্বতঃপরঃ ॥ ৮৩ ৷ অহং হি বিপ্রাস্তস্তৈব প্রসাদাদীদৃশ্যেইভবং । দাসীপুত্র; পুর। সাধুসঙ্গাৎ সঙ্কীর্ত্য কেশবং ॥ ৮৪ ॥ ভগবৎকীর্তনেনৈব নিৰ্দ্দগ্ধাখিলকন্মযঃ । দৃষ্ট, প্রত্যক্ষমীশেশম্যাচং বরমীদৃশং ॥ ৮৫ ৷ পরমেশ্বরের ভজন করুন । তিনি দেহধারি মনুষ্যগণের ভক্তিমূলভ, সেই হরি ব্যতীত, নিশঙ্গী জানিবেন, আর কোন উপায় নাই ॥ ৮২ ॥ অহঙ্কার, পরিহাস এবং কপটতাদির সহিত যদি বিষ্ণুর সেব করা যায়, তাহ হইলেও সেই বিষ্ণুসেবা মনুষ্যদিগকে পাপ হইতে মুক্ত করিয়ু থাকে, ইহা ব্যতীত সংসারে আর ಫ್ಲಿ : కె কৰ্ম্মই নিস্ফল জানিবেন। స్ట్రోధా: গৰ্ব্বাদির সহিত হরিসেবা করিলে, যদি সেই কৰ্ম্ম দ্বারা মুক্তি লাভ করা যায়, তাহ। হইলে হরি ব্যতীত আর কে এমন দয়ালু আছেন ॥ ৮৩ ॥ হে বিপ্ৰগণ । পুরাকালে আমি দাসীর পুত্র ছিলাম, সাধুগণের সংসর্গে থাকিয়া হরিনাম কীৰ্ত্তন করিয়াছিলাম। অবশেষে সেই ভগবান বিষ্ণুর অনুগ্রহবলে আমি বিষ্ণুপরায়ণ হইয়াছি ॥ ৮৪ ॥ ভগবান হরির পবিত্র গুণকীর্তন করিয়াই আমার যত প্রকার সঞ্চিত পাপ ছিল, তৎসমুদায়ই নিঃশেষে দগ্ধ হইয়। গিয়াtছ, তৎপরে আমি নিষ্পাপ হইয়। ভগবান হরিকে প্রত্যক্ষ দর্শন করিয়া, সেই দেবদেবের নিকট হইতে এইরূপ বর প্রার্থনা করিয়ছিলাম ॥ ৮৫ ॥