পাতা:হরিভক্তিসুধোদয়ঃ.djvu/৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজ্ঞাপন । অষ্টাদশ মহাপুরাণের মধ্যে নারদীয়পুরাণ ষষ্ঠ মহাপুরাণ। এই পুরাণের শ্লোক সংখ্যা ২৫••• । হরিভক্তিস্থধোদয় উক্ত মহাপুরাণের অন্তর্গত একটা প্রকরণ বিশেষ। এই হরিভক্তিযুধোদরে ২-টা অধ্যায় ও গেই ২-টা অধ্যায়ে १७२७णै (ल्लांक अtझ । देश १६६ब्रनिट*ांब्र अडौव- ॐzग्रांछनौघ्रं ॐइ ! ७#भ সকলেই কেবল নামমাত্র শ্রত ছিলেন, অনেকে কখন দর্শনও করেন নাই । গোস্বামপয়গণ মধ্যে মধ্যে ইহার বচন হরিভক্তিবিলাসে এবং হরিভক্তিরলtমৃতসিন্ধু প্রভৃতি গ্রন্থে ও কৃষ্ণদাস কবিরাজ ঠন্ধুর চৈতন্যচরিতামৃতে তথা রযু নন্দন ভট্টাচার্ধ্য নিজ সংগৃহীত স্মৃতিগ্রন্থে উদ্ধৃত করিয়াছেন । হরিভক্তিস্বধো-দয় অতিশয় প্রামাণিক গ্রন্থ । ইহাতে ধ্রুব প্রস্থলাদ প্রভৃতি ভগবদ্ভক্তের বিস্তৃক চরিত্র, অশ্বথ ও তুলসী মাহাত্মা, জ্ঞানযোগ ও পরমভক্তিযোগ বর্ণিত আছে। ইহার স্তু স্তময় রসাস্বাদনে ভক্তগণ পয়মৃ-পরিতোষ লাভ করিবেন। আমার নিকট একখানি মাত্র গ্রন্থ ছিল, বছকাল হইতে এই গ্রন্থ প্রকাশ করিবার অভিপ্রায় থাকিলেও, অন্য গ্রন্থ না পাওয়াতে মুদ্রাঙ্কনে ক্ষাস্ত ছিলাম ।

  • ১২৯০ সালে শ্ৰীমন্মহারাজ ত্রিপুরাধীশ্বরের রাজধানীতে গিম্বtছিলাম,

তথায় এই গ্রন্থ গুপ্তি বিষয়ে এক দিবস প্রস্তাবু করান্তে স্বপণ্ডিত বৈষ্ণবপ্রবর ঐযুক্ত রাধারমণ ੋਬ বি, এ সেক্রেটারী মহাশয় মহারাজ্বের লাইব্রেরী হইতে ১থানি হরিভক্তিস্থধোদয় গ্রন্থ আমাকে অর্পণ করেন, তাহাতেও মনের সন্দেছ নিবৃত্তি না হওয়ায়, ১২৯৯৭itলের ফাঙ্কণমাসে ত্রিপুরার রাজধানীতে याँ३ब्रt জীর এক খানি উক্ত গ্রন্থ গ্রাপ্ত t o বাদ সহ মুদ্রাস্কনে প্রবৃত্ত্বলাম । কৃষ্ণভক্তিরসলোলুপ বৈষ্ণবগণ পাঠ করিয়৷ সন্তোষ লাভ করিলে, আমি পরিশ্রম সফল বোধ করিব। এই গ্রন্থ প্রকাশ বিষয়ে ময়মনসিংহ জেলার অন্তর্গত পোষ্ট নাগরপুর ডtঙ্গ গ্রাম নিবfণী বৈষ্ণবশ্ৰেষ্ঠ ব্রাহ্মণকুল প্রদীপ ত্রযুক্ত উমাকান্ত চৌধুরী মহাশয় মধ্যে মধ্যে উত্তেজন করিতেন, কিন্তু পুস্তকের অভাবে, আমি কৃতকাৰ্য্য হইতে পারি নাই। এত দিনে সেই মহাত্মার উত্তেজনা ফলবতী হইল, এক্ষণে বৈষ্ণষগণ আশীৰ্ব্বাদ করুন কৃষ্ণগুক্তিরসাস্বাদনে,-আমার চিরজীবন যেন অতিবাহিত হয়।