পাতা:হরিভক্তিসুধোদয়ঃ.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হরিভক্তিস্থধোদয়ঃ । [ ৫ম অধ্যায়ঃ । هوR) স্ৰষ্টব্য হি ময় লোক যথৈতং পুর্য্যতে নভঃ । পিতামহোহহং ভবিতা ততঃ সকলবন্দিত ॥৮ কথং প্রবর্ততাং স্বষ্টিঃ কীদৃশী বা কিমাশয় । কেন সংমন্ত্রয়াম্যত্র সহায়ঃ কে ভবেন্মম ॥ ৯ ॥ কে বায়ং জলধে শেতে নাভ্যাং যস্তেদমল্লুজং । মমৈষ জনকে নূনং জনকস্য তু নেক্ষতে ॥ ১০ ॥ যদ্ব প্রবোধয়াম্যেনং প্রষ্ট,ং সৰ্ব্বং বিধিংসিতং । ফণিশায়ী মহাতেজাঃ ক্রুধ্যেদ্বৈষ প্ৰবোধিতঃ ॥১১ -- - - ------مډگ----- ----- . যেরূপে এই আকাশ মণ্ডল পরিপূর্ণ হয়, সেইরূপে নিশ্চয়ই আমি ব্ৰহ্মাণ্ড সকল নিৰ্ম্মাণ করিব । জগৎ সৃষ্টির পর আমি সকল লোকের পূজনীয় পিতামহ হইব ॥ ৮ ॥ কি প্রকারেই বা স্বষ্টির প্রবৃত্তি হইতে পারে ? সেই স্বাক্টই বা কি প্রকার হইবে ? এবং সেই স্বষ্টি কাহাকে আবলম্বন করিবে ? আমি এই বিষয়ে কাহার সহিতই বা মন্ত্রণ। করিব ? এবং কেই বা আমার এই বিষয়ে সহায় হইবে ? । র্যাহার নাভিতে এই পদ্ম জন্মিয়াছে এবং যিনি সাগরে শয়ন করিয়া আছেন, ইনিই বা কে ? নিশ্চয়ই ইনি আমার জনক, কিন্তু ইহঁর জনক, দৃষ্ট হইতেছে না। অথবা আমি যাহা করিতে বাসনা করিয়াছি, তাহার বিষয় জিজ্ঞাসা করিবার নিমিত্ত ইহঁাকে জাগরিত করি । অথবা অনন্ত-সপশায়ী এই মহাতেজঃসম্পন্ন, জগদীশ্বর নারায়ণ জাগরিত হইলে (ইহঁকে জাগাইলে ) ক্রুদ্ধ হইবেন। ৯—১১ ॥