পাতা:হরিভক্তিসুধোদয়ঃ.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম অধ্যায়ঃ । ] হরিভক্তিস্থধোদয়ঃ। (t$ ইতি সঞ্চিন্তয়ন ব্রহ্মা ভীতো বোধয়িতুর্থ তং । তৎপ্রসাদোদিতজ্ঞানস্ততস্তুষ্টাব ভক্তিমান ॥১২ ॥ উীব্রহ্মেীবাচ ॥ প্ৰসীদ দেব নাগেন্দ্রভোগশায়িম্মম প্রভো । জাগর্ষি শুদ্ধসত্ত্বত্ত্বং সদা নিদ্র। ত্বিয়ং বৃথা ॥ ১৩ ॥ মায়য় গুহ্যমানোহপি স্বামিন্‌ সৰ্ব্বহৃদি স্থিতঃ । জ্যোতিৰ্ম্ময়ে। মহাত্ম ত্বং ব্যক্ত এক স্বমেধসাং ॥ ১৪ ॥ বীজং জগত্তরোরাদে মধ্যে সম্বৰ্দ্ধনোদকং। এইরূপে ব্রহ্ম চিন্ত। করিয়া, ভগবান নারায়ণকে জাগরিতু করিতে ভীত হইলেন । অনন্তর যখন র্তাহার অমুগ্রহে জ্ঞানেদয় হইল, তখন তিনি ভক্তি সহকারে স্তব করিতে লাগিলেন ॥ ১২ ॥ 翻 ব্রহ্ম। কহিলেন, হে দেব ! হে প্রভো ! তুমি সর্পরাজের ফণীমণ্ডলে শয়ন করিয়া থাক, অতএব তোমাকে নমস্কার। প্রভো ! যখন তুমি বিশুদ্ধ সত্ত্বগুণ অবলম্বন করিয়া সেই সত্ত্বগুণে জাগরিত থাক, তখন তোমার এইরূপ যোগনিদ্রা নিষ্কল ॥ ১৩ ॥ - প্রভো ! তুমি মায়া দ্বারা আচ্ছন্ন হইলেও, সকলের হৃদয়ে অবস্থান কর। তুমি জ্যোতিৰ্ম্ময় এবং তুমিই মহাত্মা, অতএব তুমি জ্ঞানবান পণ্ডিতগণের নিকটে প্রকাশিত হইয়া থাক ॥ ১৪ ॥ নাথ ! প্রথমে এই জগন্দ্রপ বৃক্ষের তুমি বীজ। এবং [ R ]