পাতা:হরিভক্তিসুধোদয়ঃ.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Woo হরিভক্তিত্বধোদয়ঃ । [ ৫ম অধ্যায়ঃ অন্তে চ পরশুর্নাথ স্বেচ্ছাচারস্তুমেব হি ॥ ১৫ ॥ স্বজহ্ব্যন্মীলয়ন্নেত্রে জগদ্ধংসি নিমীলয়ম্। ত্বন্নিমেষে হাহো লোক ভবন্তি না ভবন্তি চ ॥ ১৬ ॥ নমস্তে ত্ৰিজগদ্ধাত্রে স্বচ্ছধাম্বে পরাত্মনে । স্বারামায় নিজানন্দসিন্ধবে সিন্ধুশায়িনে ॥ ১৭ ॥ • শরণায় শরণ্যানাং ভূতানাং প্রভবে নমঃ । মধ্যে সেই জগত্তরুর সম্বৰ্দ্ধক জল তুমি,তথ। অবশেষে যদৃচ্ছ। সঞ্চারী তুমিই এই জগত্তরুর পর শুস্বরুপ ॥ ১৫ ॥ জগদীশ্বর ! তুমি যখন নেত্রযুগল উন্মীলিত কর, তখন এই জগৎ স্বষ্টি করিয়া থাক। পরে যখন তুমি নেত্রযুগল নিমীলন কর, তখনই বিশ্বমণ্ডল সংহার কর । অহো! তোমীর নিমেষ মাত্রে এই সকল বিশ্বব্রহ্মাণ্ড হইতেছে এবং তোমার নিমেষক্ষয়ে এই সকল অখিল ব্রহ্মাণ্ড লয় পাই তেছে ॥ ১৬ ৷৷ হে প্রভো ! তুমি ত্রিভুবনের স্বষ্টি করিয়া থাক । তোমার জ্যোতি অত্যন্ত নিৰ্ম্মল এবং তুমিই পরমাত্মা । তুমি আপনি আপনাতে আরামস্থখ অনুভব কর । তুমি নিজ নিত্যানন্দের সিন্ধুস্বরূপ। নাথ ! তুমিই একমাত্র একার্ণবে শয়ন করিয়া অtছ। তাতএব সকলের মুল, সকলের আদি এবং সকলের সংহারকর্ত, তোমাকে নম। श्लंiङ्ग ऊँद्भि ॥ ५१ ॥ শরণাগত ব্যক্তিদিগকে তুমিই রক্ষা করিয়া থাক । তুমি ব্যতীত আর কেহ শরণাগতদিগের - রক্ষাকর্তা নাই।