পাতা:হরিভক্তিসুধোদয়ঃ.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৬ হরিভক্তিস্থধোদয়ঃ । [ ৫ম অধ্যায়ঃ। ততঃ পাপাত্মকে লোকে সংহৃতেহস্যোন্যমায়ুধৈঃ। শিষ্টে চ কষ্কিন নষ্টে কৃতং ভূয়ঃ প্রবর্ততা ॥৩৮ পৃথক চিহ্নপ্রমাণীনাং জীবকৰ্ম্মবশাদিহ। চতুযুগানাং সাহস্ৰং কল্পাখ্যমভবত্তব ॥ ৩৯ ॥ সৰ্ব্বকল্পেষু চাপ্যেবং স্বঃিপুষ্টিবিনষ্টয়ঃ। নিমিত্তমাত্রস্তু বয়ংক্রিয়স্তে জীবকৰ্ম্মভিঃ ॥ ৪০ ॥ সদা ব্রহ্মাণ্ডবঙ্গেইস্মিন জন্তবো যন্ত্রপুভ্রিকাঃ । চেষ্টন্তে কৰ্ম্মসূত্ৰস্থীস্ততস্তদ্বক্ষক। বয়ং ॥ ৪১ ৷ ساسانگ অনন্তর অস্ত্রসমূহদ্বারা পাপপূৰ্ণ এই অখিল বিশ্ব সংহার প্রাপ্ত হইলে এবং কল্কি দ্বারা আক্রান্ত হইয়া বিনষ্ট হইলে, পুনর্বার সত্যযুগ প্রবৃত্ত হইবে ॥৩৮ | এই জগতে জীবগণের কৰ্ম্মফল বশত সত্য” ত্ৰেতাদি চতুযুগের পৃথক পৃথক চিহ্ন ও ভিন্ন ভিন্ন প্রমাণ সকল লক্ষিত হইবে। এইরূপ সহস্রসংখ্যক চতুযুগে তোমার এক কল্প হইবে ॥ ৩৯ ॥ এইরূপে জীবগণের স্ব স্ব কৰ্ম্মানুসারে প্রত্যেক কল্পেই স্বষ্টি স্থিতি এবং লয় কাৰ্য্য সম্পন্ন হইবে। আমার কিন্তু কেবল উপলক্ষ্য মাত্র ॥ ৪০ ॥ এই ব্ৰহ্মাগুরূপ রঙ্গশালার মধ্যে জীবগণ, যন্ত্রনিৰ্ম্মিত পুত্তলিকার মত, স্ব স্ব কৰ্ম্মসূত্রে বদ্ধ হইয়া চেষ্টা করিয়া থাকে, আমরা কেবল তাহ দর্শন করিয়া থাকি মাত্ৰ ॥ ৪১ ৷৷ o