পাতা:হরিভক্তিসুধোদয়ঃ.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮২ হরিভক্তিস্নধোদয়ঃ । [ ৬ষ্ঠ অধ্যায়ঃ। যং প্রসাদফলং প্রাহুত্র জাদীনামপি শ্রিয়ং ॥ ২১ ॥ শ্রীত্বেতি সহসা হৃষ্টঃ স ধীমান প্রাহ মাতরং । সিদ্ধার্থোহম্ম্যদ্য যদ্যক্তি কশ্চিদাশ্রিতকামধুকৃ ॥ ২২ ॥ অদ্যৈব সকলারাধ্যং সমারধ্যে জগৎপতিং । স্থানমিষ্টং লভে সোহস্ত নৃপাঙ্কে ভ্রাতুরেব মে ॥ ২৩ ॥ সত্যমাখন মৎসূনোৰূপাঙ্কে যোগ্য ইত্যদঃ । স্থানং হি যোগ্যং ত্বৎসূনের্মিম সৰ্ব্বস্তুরোপরি ॥ ২৪ ॥ যৎ স্থানং মৎসপত্নানমন্তেষাং বা তপস্বিনাং । মনোরথৈরপ্যলভ্যং তল্লেভে ত্বংস্তত্ত্বহং ॥ ২৫ ৷ পণ্ডিতের ব্রহ্মাদি দেবতাগণের ঐশ্বৰ্য্যও নারায়ণের অনু গ্রহ জন্য ফল বলিয়া নির্দেশ করিয়া থাকেন। ২১। -- জননীর এই বাক্য শুনিয়া ধীসম্পন্ন সেই ধ্রুব, সহস। হৃষ্ট হইয়া জননীকে বলিতে লাগিলেন। আশ্রিতগণের • অভীষ্টদাতা যদি কেহ বিদ্যমান থাকেন, তাহ হইলে অদ্যই আমি সফল হইল ॥ ২২ ৷৷ আজিই আমি সকলের আরাধ্য জগৎপতি হরির আরা ধনা করিয়া, অভীষ্টস্থান প্রাপ্ত হইব। আর আমার ভ্রাতা উত্তমের ভূপতির সেই ক্রোড়দেশ বিদ্যমান থাকুক। ২৩ ॥ আমার পুত্রের ভূপতির ক্রোড়দশ অযোগ্য “এই কথা তুমি সত্যই বলিয়াছ । আমি তোমার পুত্র, সুতরাং আমার যোগ্য স্থান, সকল দেবতার উপরিভাগে ॥ ২৪ ॥ আমার শত্ৰুগণ, অথবা তপস্বিগণ কল্পনা কবিয়াও যে স্থান লাভ করিতে পারে না, আমি তোমার পুত্র হইয়া সেই • স্থান লাভ করিতে পারিব ॥ ২৫ ॥