পাতা:হরিভক্তিসুধোদয়ঃ.djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ অধ্যায়ঃ । ] হরিভক্তিস্থধোদয়ঃ। t్పు ঔীনারদ উবাচ ॥ ইত্যুত্ত্ব চরণে মাতৃঃ প্ৰণম্য শুভগো ধ্রুবঃ। প্ৰযযৌ সৎপতিং দেবমারাধয়িতুমুংস্থকঃ ॥ ২৬ ॥ স্বপুরোপবনে দৃষ্ট সপ্তম্বীন স্বমহোজস । প্রসাদং ভক্তকান্তস্তা বিষ্ণোমেনে তদাত্মনি ॥ ২৭ ॥ নত্ব তেভ্যঃ স্ববৃত্তান্তং নিবেদ্যচ পৃথক পৃথক । হরিমর্চ্যতমং জ্ঞাত্ব। প্রাপ্তমন্ত্রো মুদা যযৌ ॥ ২৮ ॥. হিরণ্যগৰ্বপুরুষ প্রধানাব্যক্তরূপিণে । ও নক্সা বাস্থদেবায়Tশুদ্ধ জ্ঞানস্বরূপিণে ॥ ২৯ ॥ Tন্ত্রনারদ কহিলেন, সৌভাগ্যশালী ধ্রুব এই কথা বলিয়া এবং জননীর চরণযুগলে প্রণাম করিয়া, সাধুগণের পতি হরিকে আরাধনা করিবার নিমিত্ত উৎকণ্ঠিত হইয়া বহির্গত হইল ॥ ২৬ a • @ ধ্রুব স্বকীয় নগরের উপবনে মহাতেজস্বী সপ্তর্ষিদিগকে দেখিয়া, ঐ দর্শনকেই•তখন আপনাতে ভক্তবৎসল নারায়ণের অনুগ্রহ বলিয়া মনে করিয়াছিলেন । ২৭ ॥ সেই সপ্তর্ষিদিগকে নমস্কার করিয়া এবং উহাদের নিকট পৃথক পৃথক নিজৰ্বত্তান্ত নিবেদন করিয়া একমাত্র হরিই আরাধ্য ও উপাস্তদেবতা ইঞ্জানিতে পারিয়া, উহাদের নিকট হইতে মন্ত্র গ্রহণ করিয়া, সহৰ্ষে তথা হইতে বহির্গত হইলেন ॥ ২৮ ॥ তুমি হিরণ্যগৰ্ত্তের জনক এবং মহাপুরুষ। তুমি প্রকৃতি এবং অব্যক্তরূপী। তুমি বিশুদ্ধ জ্ঞানস্বরূপ বাস্থদেব, অতএব তোমাকে নমস্কার ॥ ২৯ ॥ 尊 [ >२ ]