পাতা:হরিলক্ষ্মী.djvu/২৬

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
হরিলক্ষ্মী

থাকতো মেজবৌ, তোমার ত এক বার খোঁজ করা উচিত ছিল।

 মেজবৌ সলজ্জে বলিল, উচিত নিশ্চয়ই ছিল, কিন্ত সংসারের অসংখ্য রকমের কাজ—এক্‌লা মানুষ, কাকেই বা পাঠাই বলুন? কিন্তু অপরাধ হয়েছে, তা স্বীকার করচি দিদি।

 লক্ষ্মী মনে মনে খুসী হইল। এ কয়দিন সে অত্যন্ত অভিমানবশেই আসিতে পারে নাই, অথচ অহর্নিশি যাই যাই করিয়াই তাহার দিন কাটিয়াছে। এই মেজবৌ ছাড়া শুধু গৃহে কেন, সমস্ত গ্রামের মধ্যেও আর কেহ নাই, যাহার সহিত সে মন খুলিয়া মিশিতে পারে। ছেলে নিজের মনে ছবি দেখিতেছিল। হরিলক্ষ্মী তাহাকে ডাকিয়া কহিল, নিখিল, কাছে এস ত বাবা? সে কাছে আসিলে লক্ষ্মী বাক্স খুলিয়া একগাছি সরু সোণার হার তাহার গলায় পরাইয়া দিয়া বলিল, যাও, খেলা কর গে।

 মায়ের মুখ গম্ভীর হইয়া উঠিল; সে জিজ্ঞাস করিল, আপনি কি ওটা দিলেন না কি?

 লক্ষ্মী স্মিতমুখে জবাব দিল, দিলাম বই কি।

 মেজবৌ কহিল, আপনি দিলেই বা ও নেবে কেন?

২৩