পাতা:হোমশিখা.djvu/১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হেমশিখ। কত সুরে, কত ছলে, ডাক গো আমায়, রাত্রিদিন প্রভাত সন্ধ্যায় ! মন্দ আন্দোলিত তব ওই বক্ষঃস্থল নিশিদিন পরাণ লোভায় ! ওই—ওই কলহাসি, বাজায় ব্যাকুল বঁাশী, টানে প্রাণ অকুলের পানে! শয্যা তাজি উঠিয়াছি মুগ্ধ ওই গানে ! ডাক গো আবার ডাক মহামন্দ্র রবে, শোনাও মরণ ভোলা গাম! নিথর নক্ষত্রমালা ডুবিবার আগে আমারে মিলন.কর দান। আঁধার মাথায় ল’য়ে কাহারা চলেছে বেয়ে ? ঢেউ মাঝে তরণী মিলায় ! তুমি জান’ কোন পথে তা’র আসে বায়! জাগিছে শৃঙ্খলাহীন মগ্ন-গিরিশির, তম শিলা ক্ষয় তিলে তিলে ; ডুবে জাগে শতৰার ফেনিল লৱে বালুচর অকুল সলিলে। இ0